তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকেট ও ভাড়ার তালিকা
তিতুমীর এক্সপ্রেস বাংলাদেশের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন। এটি বাংলাদেশ রেলওয়ে পরিচালিত। ট্রেনটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও চিলাহাটি শহরকে সংযুক্ত করে। এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন যাত্রা করে এবং পথের মধ্যে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর এবং নীলফামারী জেলা অতিক্রম করে। আমাদের এই তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে রাজশাহী যাতায়াত করে। আজকের আর্টিকেলে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকেট ও ভাড়ার তালিকা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। চিলাহাটি থেকে রাজশাহী ভ্রমণ অথবা রাজশাহী থেকে চিলাহাটি ভ্রমণ করতে চান তাহলে এই ট্রেনটি বেছে নিতে পারেন। এটি খুবই দ্রুত গতি সম্পন্ন এবং বিলাসবহুল একটি ট্রেন।
তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
চিলাহাটি থেকে রাজশাহী যাবার পথে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি কখন ছাড়ে এবং কখন গন্তব্যে গিয়ে পৌঁছায়, কখন ছুটি থাকে অথবা সপ্তাহে ক’দিন ট্রেনটি চালু থাকে। মূলত ট্রেনটি সপ্তাহে ছয় দিনই চলাচল করে। শুধুমাত্র বুধবার বন্ধ থাকে। তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি কোথা থেকে ছাড়ে এবং কোথায় কখন গিয়ে পৌঁছায় সেটা সম্পর্কে জানতে টেবিলে চোখ রাখুন।
যাত্রা শুরুর স্থান | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|
রাজশাহী টু চিলাহাটি | সকাল ০৬ঃ২০ মিনিট | দুপুর ০১ঃ০০ | বুধবার |
চিলাহাটি টু রাজশাহী | দুপুর ০২ঃ২০ মিনিট | রাত ০৯ঃ০০ | বুধবার |
তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
ভ্রমণকে আনন্দদায়ক করার জন্য তিতুমীর এক্সপ্রেস। ট্রেনটি ১৫টি স্টেশনে বিরতি দিয়ে রাখেন। কোন স্টেশনে কত মিনিট বিরতি রাখেন সে সম্পর্কে নিচের ছকে জেনে নিন।
বিরতি স্টেশনের নাম | রাজশাহী থেকে | চিলাহাটি থেকে |
আব্দুলপুর | ০৭ঃ০০ মিনিট | ১৯ মিনিট ৪০ সেকেন্ড |
নাটোর | ০৭ মিনিট ৪৭ সেকেন্ড | ১৯ মিনিট ০৬ সেকেন্ড |
মাধাইনগর | ০৮ মিনিট ০৬ সেকেন্ড | ১৮ মিনিট ৫০ সেকেন্ড |
আহসানগঞ্জ | ০৮ মিনিট ১৭ সেকেন্ড | ১৮ মিনিট ৩৮ সেকেন্ড |
সান্তাহার | ০৮ মিনিট ৪৫ সেকেন্ড | ১৮ মিনিট ১০ সেকেন্ড |
আক্কেলপুর | ৯ মিনিট ১০ সেকেন্ড | ১৭ মিনিট ৪১ সেকেন্ড |
জামালগঞ্জ | ৯ মিনিট ২৮ সেকেন্ড | ১৭ মিনিট ৩১ সেকেন্ড |
জয়পুরহাট | ৯ মিনিট ৩৮ সেকেন্ড | ১৭ মিনিট ২০ সেকেন্ড |
হিলি | ১০ঃ০০ মিনিট | নাই |
বিরামপুর | ১০ মিনিট ১৪ সেকেন্ড | ১৬ মিনিট ৪৭ সেকেন্ড |
ফুলবাড়ী | ১০ মিনিট ৩৫ সেকেন্ড | ১৬ মিনিট ৩৩ সেকেন্ড |
পার্বতীপুর | ১১ মিনিট ১০ সেকেন্ড | ১৫ মিনিট ৫৫ সেকেন্ড |
সৈয়দপুর | ১১ মিনিট 47 সেকেন্ড | ১৫ মিনিট ৩২ সেকেন্ড |
নীলফামারী | ১২ মিনিট ১৩ সেকেন্ড | ১৪ মিনিট ৫৫ সেকেন্ড |
ডোমার | ১২ মিনিট ৩৩ সেকেন্ড | ১৪ মিনিট ৩৮ সেকেন্ড |
তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
তিতুমীর এক্সপ্রেস (ট্রেন নং ৭৩৩/৭৩৪) ট্রেনটিতে ৫ ধরনের আসন রয়েছে। আপনার টাকার পরিমান অনুযায়ী আপনি যেকোন ধরনের টিকেট ক্রয় করতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। ট্রেনটিতে যে পাঁচটি আসন রয়েছে তা হল প্রথম সিট, প্রথমবার্থ, স্নিগ্ধা, এসি সিট, এসি বার্থ। এই আসন গুলোর টিকেট ক্রয় করতে হলে আমাদের কত টাকা প্রয়োজন তা নিচে ছকের মাধ্যমে দেখানো হলো।
আসন বিভাগ | টিকিটের মূল্য (১৫% ভ্যাট সহ) |
---|---|
প্রথম সিট | ১৭৫ টাকা |
প্রথম বার্থ | ৩৬০ টাকা |
স্নিগ্ধা | ৩৪৫ টাকা |
এসি সিট | ৪১৪ টাকা |
এসি বার্থ | ৬২১ টাকা |
শেষ কথা
আশা করি, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট, ছাড়ার সময়, ভাড়ার তালিকা সম্পর্কে যা যা জানার দরকার সব জানতে পেরেছেন। তার পরেও যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স থেকে জেনে নিবেন। আমরা সব সময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। এবং ট্রেনের আপডেট এবং ভাড়ার তালিকা সম্পর্কে জানতে আমাদের সাইটটি ভিজিট করতে পারেন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।