ট্রেনের টিকিট কাটার অ্যাপস কোনটি দেখুন
বাংলাদেশের রেল যাত্রীরা অনেকেই জানেন যে আগে ট্রেনের টিকেট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd ব্যবহার করা হতো। কিন্তু সময়ের পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নতুন একটি অ্যাপস চালু করেছেন অ্যাপটির নাম হল “রেল সেবা”। বাংলাদেশের রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এই “রেল সেবা” একটি উদ্বোধন করেন। কিন্তু বর্তমানে একটি সমস্যা দেখা দিয়েছে যে Rail Sheba Apps মত একই রকমের অনেক অ্যাপস Google play Store স্টোরে পাওয়া যায়। তাই আপনারা প্রতারণার শিকার যাতে না হন তার জন্যই আমার আজকের এই আর্টিকেল ট্রেনের টিকিট কাটার অ্যাপস এবং কোন অ্যাপসটি আসল তা জানবো। বাংলাদেশ রেলওয়ে ই টিকেটিং পার্টনার সহজ.ডট কম রেল সেবা অ্যাপসটি তৈরি করা এবং পরিচালনায় কাজ করতেছেন।
ট্রেনের টিকিট কাটার অ্যাপস আসল কোনটি? (Rail Sheba app)
অনেকেই ট্রেনের টিকিট কাটার অ্যাপস এর আসল নকল দিয়ে চিন্তায় থাকেন। কারণ গুগল প্লে স্টোরে গিয়ে Rail Sheba লিখলেই অনেকগুলো অ্যাপ চলে আসে। এগুলো নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান কোনটি আসল কোনটি নকল।
Rail Sheba app আসলটির নিচে Bangladesh Railway লেখা থাকবে। মূলত আপনারা সবাই এই লেখাটি দেখেই তারপর অ্যাপসটি ডাউনলোড করবেন।
কিভাবে রেল সেবা অ্যাপে রেজিস্ট্রেশন করবেন
রেল সেবা অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটতে হলে আপনাকে অবশ্যই রেল সেবা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। তবে রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। এগুলো থাকলে আপনি খুব সহজেই রেল সেবা অ্যাপ এ রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
রেল সেবা অ্যাপ ডাউনলোড করার পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আপনাকে আপনার সামনে নিচে দেওয়া এই ছবির মত একটি ফর্ম চলে আসবে এবং সম্পূর্ণ ফর্মটি আপনাকে পূরণ করতে হবে।
Full Name | ইংরেজিতে আপনার নামটি লিখুন |
আপনার ইমেইল আইডিটি দিন | |
Mobile Number | যেই সিমটি ব্যবহার করতেছেন সেই সিমের নাম্বার দিন। |
Confirm Mobile Number | সেই একই নাম্বারটি সিলেক্ট করুন |
Identification Type | জাতীয় পরিচয় পত্রের নাম্বার বা জন্ম নিবন্ধন নম্বর যেকোনো একটি দিলেই হবে। |
Date Of Birth | আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন। |
Postal Code | পোস্ট কোড নাম্বার লিখুন। |
Address | আপনার সম্পূর্ণ সঠিক ঠিকানা দিন। |
Password | একটি পাসওয়ার্ড দিন। |
Confirm Password | একই পাসওয়ার্ড পুনরায় আবার লিখুন |
Photo | যার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন তার একটি ছবি আপলোড করুন |
Registration | রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন |
মূলত এভাবেই আপনি রেল সেবা অ্যাপের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। পুরোপুরি আমার কনটেন্টটি ফলো করতে পারলে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনি মোবাইল দিয়ে যেকোনো সময় নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।
রেল সেবা অ্যাপ দিয়ে ট্রেনের টিকেট কাটার উপায়
সেবা অ্যাপের ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগইন করবেন। লগইন করার ক্ষেত্রে আপনার কাছে একটি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি রেল সেবা অ্যাপে ঢুকতে পারবেন। এখন আপনি যদি টিকিট কাটতে চান তাহলে আপনি একটি টিকেট কাটার অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটি ফরম ওপেন হবে। ফর্মটিতে যেই ইনফরমেশন গুলো আপনার পূরণ করতে হবে তা আপনাকে আমি বাংলায় বুঝিয়ে বলতেছি। টিকিট কাটার ক্ষেত্রে প্রথমেই আপনার যে অপশনটি আসবে সেটি হলো:
- FROM: অর্থাৎ আপনি কোন রেলস্টেশন থেকে যাত্রা শুরু করতে চান।
- TO: আপনার যাত্রা বিরতি কোথায় শেষ হবে সেটি এখানে পূরণ করতে হবে।
- CLASS: আপনি কোন ক্লাসের টিকিট কিনতে চান সেটি এখানে নির্বাচন করুন।
- JOURNEY DATE: কত তারিখে আপনি ট্রেনে ভ্রমণ করতে চান সেই তারিখ দিবেন।
- SEARCH TRAIN: ট্রেন সার্চ করুন এবং দেখুন আপনার ভ্রমণের তারিখে কোন কোন ট্রেন অ্যাভেলেবেল আছে।
পরবর্তীতে আপনি ট্রেনের সিট বুকিং সম্পর্কে দেখতে পাবেন। প্রথমত সিট খালি থাকলে লাল কালার দেখায়। সিট বুকিং করা হয়ে গেলে সিটের কালার সবুজ হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আপনার বুকিং করা সিটের কালার সবুজ হয়ে গেছে তার মানে সিটটি আপনার নামে বুকিং হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন নয়। আপনাকে খুবই অল্প সময়ের মধ্যে সিটের নির্দিষ্ট ভাড়া বিভিন্ন মোবাইল ব্যাংকিং নগদ, বিকাশ, রকেট সহ ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আপনার সিটের কালার সবুজ হয়ে গেলে নিচে Process দেখতে পাবেন সেখানে ক্লিক করুন এবং টাকা প্রদান করুন। আপনার টাকা পেমেন্ট হয়ে গেলে আপনার টিকিটটি ডাউনলোড করে রাখুন। সেই ডাউনলোড করা টিকিট কোন একটি কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে আপনার কাছে রেখে দিন। এবং সেই প্রিন্ট করা টিকিট দিয়ে আপনি আপনার নির্দিষ্ট তারিখে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
টিকিট ভেরিফাই করার উপায়
আপনি যে টিকিটটি ক্রয় করেছেন সেটি সঠিক কিনা চেক করার জন্য আপনাকে আপনার টিকিটটি Verify করতে হবে। টিকিট ভেরিফাই করার জন্য আমার নিচে দেওয়া পিকচারের মত নিজের মোবাইল নাম্বার এবং টিকিটের ওপর দেওয়া PNR Number / Ticket Number দিয়ে Verify Ticket অপশনে ক্লিক করলেই করলেই দেখতে পাবেন আপনার টিকিটটি ভেরিফাই কিনা।
PNR Number / Ticket Number এই নাম্বারটি আপনার টিকিটের ওপর দেওয়া থাকবে। Mobile Number আপনি যে নাম্বার ব্যবহার করে টিকিটটি ক্রয় করেছিলেন।
FAQ
Sheba app থেকে টিকিট কাটতে হলে আপনাকে ২০ টাকা চার্জ করা হবে যা আপনি পেমেন্ট করার সাথে সাথেই কেটে নেওয়া হবে।
গুগল প্লে স্টোরে গিয়ে Rail Sheba app লিখে সার্চ করবেন। সম্ভবত প্রথমেই অ্যাপটি পেয়ে যাবেন। অবশ্যই Bangladesh Railway লেখাটি দেখে অ্যাপসটি ডাউনলোড করবেন।
ট্রেন সম্পর্কিত আরো কিছু তথ্য
- বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং
- মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
- বলাকা ট্রেনের সময়সূচী | Balaka Train Schedule
- ট্রেনের অগ্রিম টিকেট কাটার নিয়ম ২০২৪
শেষ কথা
ট্রেনের টিকিট কাটার অ্যাপস সম্পর্কে অন্য কোন তথ্য জানতে হলে আমাদের কমেন্ট করুন। এবং ট্রেন সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।