১০ দিন আগে ট্রেনের টিকিট বিক্রির নিয়ম চালু হয়েছে
২০২৩ সালের ০১ এপ্রিল থেকে নতুন নিয়মে ট্রেনের টিকেট দশ দিন আগে বিক্রি করা যাবে। এই নিয়মটি আগে যাত্রার দিন ধরে সর্বোচ্চ পাঁচ দিন আগে ট্রেনের টিকেট বিক্রি শুরু হতো। কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 10 দিন আগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
এই নতুন নিয়ম চালু ফলে যাত্রীরা তাদের প্রয়োজনীয় টিকেট আগে থেকেই বুকিং করতে পারবেন এবং ট্রেনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে টিকেট কালোবাজারি বন্ধ হয়ে যাবে। মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ১০ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন, এই নিয়মটি চালু হওয়ার জন্য আপনাদেরকে ১এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১এপ্রিলের পর সম্পূর্ণরূপে আপনারা দশ দিন পূর্বে ট্রেনের টিকেট কাটতে পারবেন।
ঈদের টিকিট সম্পর্কে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকেট ৭এপ্রিল থেকে ইস্যু করা হবে বলে জানিয়েছিলেন। বর্তমানে ঈদের টিকেট বিক্রয়ের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ শতভাগ শতভাগ টিকেট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এবং কেউ যদি এই টিকিটগুলো ফেরত দিতে চান তাহলে তাকে অনলাইনের মাধ্যমে টিকিট ফেরত দিতে হবে।
রেলওয়ের সূত্র অনুযায়ী গত ১এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত ট্রেনের টিকেট অগ্রিম বিক্রি সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং পরবর্তী ২এপ্রিল থেকে নতুন নিয়মের ১০ দিন আগে থেকে রেল কর্তৃপক্ষ অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।
সাধারণ জনগণের তথ্য অনুযায়ী এটি জনগণের জন্য খুবই ভালো উপকারে আসবে এবং টিকেট নিয়ে হয়রানি অনেকটা কমে যাবে। টিকিট নিয়ে যে কালোবাজারি হত সেটা অনেকাংশে কমে যাবে। এবং মানুষ খুব সহজেই অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট সেবা গ্রহণ করতে পারবে। তবে কিছু কিছু মানুষ বলেছেন এক্ষেত্রে মানুষ কিছুটা সমস্যার মধ্যেও পড়তে পারে যেমন কারো যদি ইমারজেন্সি ট্রেন ভ্রমণ করতে হয় তাহলে টিকিট কাটা নিয়ে সে অনেক বিপদে পড়বেন। তবে সব রকম কথা বিবেচনা করে দেখা গেছে দশ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট কাটা নিয়ে বরং ক্ষতির চেয়ে জনগণ অনেকটা উপকৃত হয়েছে।
এই নিয়মের ফলে সাধারণ জনগণকে কোন অতিরিক্ত অর্থ প্রদান করে ট্রেনের টিকেট ক্রয় করতে হবে না। তারা নির্দিষ্ট একটি মূল্য দিয়েই ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন। এবং যথাসময়ে তাদের ভ্রমণ নিশ্চিত করতে পারবেন।
ট্রেন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। আমাদের আর্টিকেলটি পছন্দ হলে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাবেন। এবং এই বিষয়ে আরো কিছু জানতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ আমাদের আর্টিকেলটি পড়ার জন্য।