আরো দুটি ট্রেন পদ্মাসেতু হয়ে ঢাকায় যাবে
২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে আরও দুটি ট্রেন চলাচল শুরু করবে। এগুলো হলো রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস। এবং খুলনা থেকে সেরে আসা নকশিকাঁথা মেইল এক্সপ্রেস। এই ট্রেন দুটি চলাচলের ফলে রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর সহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার সাথে যাত্রীরা স্বল্প সময় ও নিরাপদ ভাবে ঢাকায় যাতায়াত করতে পারবেন।
মধুমতি এক্সপ্রেস প্রতিদিন সকাল সাতটায় রাজশাহী থেকে ছেড়ে রাত ৯ঃ০০ টায় ঢাকায় পৌঁছাবে। নকশী কাঁথা মেইল এক্সপ্রেস প্রতিদিন সকাল 9 টায় খুলনা থেকে ছেড়ে রাত ১১ টায় ঢাকায় পৌঁছাবে।
এই দুটি ট্রেনের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই ঢাকা পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। এর ফলে এ অঞ্চলের মানুষ যাতায়াত ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজে অনেক সুবিধা পাচ্ছে।
রেল বিভাগ জানান ১ ডিসেম্বর খুলনা থেকে নকশী কাঁথা এক্সপ্রেস এবং রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস ঢাকায় চলাচল শুরু করবেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই দুটি ট্রেনের উদ্ভাবন করেছিলেন। এই দুটি ট্রেন নতুন করে চলাচল করার কারণে স্থানীয় জনতারা অনেক আনন্দিত হয়েছেন।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান খুলনা দিয়ে নকশি কাঁথা মেইল ট্রেন এবং রাজশাহী থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস একই ডিসেম্বর থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল শুরু করবেন।
রেলওয়ে বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকায় চলাচল করবে। ট্রেনটির রাজশাহী থেকে সকাল ৬ঃ৪০ মিনিটে ছেড়ে দুপুর 2 টায় ঢাকায় পৌঁছাবে। একই ট্রেন দুপুর তিনটায় ঢাকা থেকে ছেড়ে রাত দশটা চল্লিশ মিনিটে রাজশাহী পৌঁছাবে।
ট্রেনটি পথে ঈশ্বরদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা, কালুখালী জংশন, রাজবাড়ী, পাঁচুরিয়া জংশন, আমিরাবাদ, ফরিদপুর, তালমা, পুকুরিয়া, ভাঙ্গা, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রাবিরতি করবে।
নকশি কাঁথা ট্রেনটিও খুলনা থেকে ঢাকায় চলাচল করবে ট্রেনটি খুলনা থেকে সকাল ৯ টায় ছেড়ে রাত ১১ টায় ঢাকা পৌঁছাবে।
রেলওয়ে বিভাগের প্রস্তাবটি বাস্তবায়িত হলে রাজশাহী ও খুলনা থেকে ঢাকা যাতায়াতের সময় কমবে। এতে স্থানীয় জনগণরা অনেক সুবিধা পাবেন।