নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি
বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট বিক্রির নতুন নিয়ম চালু করেছেন। ২০২৩ সালের ৩১ শে মার্চ এই নিয়মটি চালু হয়। এই নিয়মে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে অনলাইনে। কিন্তু কাউন্টারে এই টিকিট বিক্রি করা হবে না। এই টিকিট কিনতে হলে যাত্রীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে হবে। নতুন নিয়মে ট্রেনের টিকিট কিনতে চাইলে আপনাকে এই ধাপগুলো অনুসরণ করতে হবে।
- প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করুন।
- এই ওয়েবসাইটে আপনার এনআইডি বা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্ব্ ইমেল ঠিকানার দরকার হবে।
- নিবন্ধন শেষ হলে ট্রেন সার্চ করবেন।
- ট্রেন পেয়ে গেলে আপনার গন্তব্য, যাত্রা তারিখ ট্রেন নাম্বার এবং যাত্রীর সংখ্যা নির্বাচন করুন।
- তারপর ট্রেনের সিট বাছাই করুন। ট্রেনের সিট বাছাই করতে গেলে আপনার NID বা জন্ম নিবন্ধন সনদ নম্বর প্রয়োজন হবে।
- সিট পছন্দ করা হয়ে গেলে এটি ক্রয় করার জন্য আপনার ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন।
- তারপর টিকিট কেনা হয়ে গেলে না টিকিটটি ডাউনলোড করে রাখুন।
নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রির ফলে টিকিট কাটার ঝামেলা যাত্রীদের আর পোহাতে হইতেছে না। এতে কাউন্টারের ভিড় অনেক অংশ কমে গেছে। এছাড়া টিকিট কাটার সময় জালিয়াতির সুযোগ কমে গেছে।
নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি টিকিট কাটার সময় জালিয়াতির সুযোগ কমে গেছে। টিকিট কাটা অনেকটা দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কোন প্রয়োজন নেই।
নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি ক্ষেত্রে কিছু কিছু মানুষের মধ্যে এর বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে। যারা ইন্টারনেট বা মোবাইল ইউজ করতে পারেন না তাদের টিকিট কাটার ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। টিকিট কাটার সময় সার্ভারে চাপ পড়লে টিকিট কাটা কঠিন হতে পারে।
এই নতুন নিয়মটি যদি সঠিক ভাবে রেল কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে তাহলে বাংলাদেশ রেলওয়ে প্রযুক্তির দিক থেকে আরও উন্নত হবে। এছাড়াও যাত্রীদের মধ্যে নতুন নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়বে। এতে করে মানুষের আর কোন ভোগান্তিতে পড়তে হবে না খুব সহজেই তারা অনলাইন থেকে টিকেট কেটে আরামে ভ্রমণ করতে পারবে।