বলাকা ট্রেনের সময়সূচী | Balaka Train Schedule

বলাকা ট্রেনটি বাংলাদেশের একটি জনপ্রিয় ট্রেন যেটা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পরিচালিত হয়ে থাকে। তবে এই ট্রেনটি সাধারণ জনগণের কাছে বলাকা কমিউটার নামে বেশ পরিচিত। এই ট্রেনটি জারিয়া ঝাঞ্জাইল থেকে, গৌরপুর, ময়মনসিংহ, গাজীপুর থেকে টাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত রেল পথে চলাচল করে। এই ট্রেনটি যাত্রা পথে প্রায় সব স্টেশনেই যাত্রা বিরতি দিয়ে থাকে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর বলাকা ট্রেনটি সেবা প্রদান শুরু করেছিলেন। ঢাকা থেকে জারিয়া ঝাঞ্জাইলে যেতে এই ট্রেনটির ৬ ঘন্টা সময় লাগে। আজকের আর্টিকেলে বলাকা ট্রেনের সময়সূচী স্টেশনের তালিকা, যাত্রা বিরতি এবং সহজে টিকিট কাটার উপায় নিয়ে আলোচনা করব চলুন দেখে নেই বিস্তারিত।

বলাকা ট্রেনের সময়সূচী

বলাকা কমিউটার (ট্রেন নাম্বার-৪৯/৫০)  এই দুটি ট্রেন একটি ঢাকা থেকে ছাড়ে ভোর ৪টা ৪৫ মিনিটে, আরেকটি জারিয়া ঝাঞ্জাইল এটা ছাড়ে দুপুর ১২:০০ টায়। ঢাকা থেকে যেটা ৪ঃ৪৫ মিনিটে ছাড়ে সেটা জারিয়া ঝাঞ্জাইল গিয়ে পৌঁছায় সকাল ১০টা ১৫ মিনিটে। আর জারিয়া ঝাঞ্জাইল থেকে যেটা ছাড়ে সেটা ঢাকায় পৌঁছায় বিকাল ৫ঃ৪০ মিনিটে। এই ট্রেন দুটির কোন সাপ্তাহিক ছুটি নেই। এটি সপ্তাহে প্রতিদিন এই রুটে চলাচল করে।

সিরিয়াল নাম্বার যাত্রা শুরুর স্থান ছাড়ার সময় গন্তব্য শেষের স্থান পৌঁছানোর সময় সাপ্তাহিক ছুটি
৪৯ আপ ঢাকা সকাল ৪টা ৪৫ মিনিট জারিয়া ঝাঞ্জাইল সকাল ১০টা ১৫ মিনিট নেই
৫০ ডাউন জারিয়া ঝাঞ্জাইল দুপুর ১২ টা ঢাকা বিকেল ৫টা ৪০ মিনিট নেই

বলাকা ট্রেনের বিরতি স্টেশন

জারিয়া ঝাঞ্জাইল থেকে ঢাকা পর্যন্ত অথবা ঢাকা থেকে জারিয়া ঝাঞ্জাইল পর্যন্ত যতগুলো স্টেশন রয়েছে বলাকা কমিউটার ট্রেন দুটি প্রায় প্রতিটি স্টেশনেই যাত্রা বিরতি দেয়। এছাড়াও বলাকা ট্রেনটি যে সকল পথ দিয়ে চলাচল করে সেগুলো হলোঃ

  1. জারিয়া ঝাঞ্জাইল
  2. পূর্বধলা
  3. জালশুকা
  4. শ্যামগঞ্জ জংশন
  5. গৌরীপুর জংশন
  6. বিষকা
  7. শম্ভুগঞ্জ
  8. ময়মনসিংহ
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. সুতিয়াখালি
  11. ফাতেমা নগর
  12. আহমদ বাড়ি
  13. আওলিয়ানগর
  14. ধলা
  15. গফরগাঁও
  16. মশাখালী
  17. কাওরাইদ
  18. সাত খামাইর
  19. শ্রীপুর
  20. ইজ্জতপুর
  21. রাজেন্দ্রপুর
  22. জয়দেবপুর
  23. টঙ্গী
  24. বিমানবন্দর
  25. তেজগাঁও
  26. কমলাপুর

বলাকা ট্রেনটি জারিয়া ঝাঞ্জাইল থেকে ঢাকা পর্যন্ত আসার সময় ২৬ টি স্টেশন পার হয়ে আসে যাত্রা পথে মোটামুটি সকল স্টেশনেই এই ট্রেনটি যাত্রা বিরতি দেয়। তবে পরিস্থিতি কিছুটা অমিল থাকলে কিছু কিছু জায়গায় যাত্রা বিরতি বন্ধ করে দেয়।

বলাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম

বলাকা ট্রেনে আপনি তিনটি পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন।

  1. স্টেশন কাউন্টার থেকে
  2. ওয়েবসাইট থেকে https://railapp.railway.gov.bd/
  3. সেবা মোবাইল অ্যাপ থেকে

আপনি এই তিনটি পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করে বলাকা ট্রেনের টিকেট কাটতে পারবেন।

ট্রেনের অগ্রিম টিকিট কাটার সময়

শেষকথা

ট্রেন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন। আমরা এখানে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। সময় দিয়ে আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *