সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪
খুলনা রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি হল সীমান্ত এক্সপ্রেস। এই ট্রেনটি যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় এবং পছন্দের। অনেকেই এই সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা এবং কোথায় যাত্রা বিরতি দেয় সেই সম্পর্কে জানতে চেয়েছেন। মূলত তাদের জন্যই আজকের আর্টিকেল।
সীমান্ত এক্সপ্রেস
১৯৮৮ সালের ১৪ এপ্রিল প্রথম যাত্রী সেবা শুরু করে। ট্রেনটি একটি আত্মনগর ট্রেন। ৪৪৭ এবং ৪৪৮ নাম্বারে ট্রেনটির বাংলাদেশ পরিচালিত হয়। ট্রেনটি খুবই জনপ্রিয় একটি আন্তরিক। খুলনা টু চিলাহাটি রুটে সপ্তাহে ছয় দিন ট্রেনটি চলাচল করে। দিতে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন হল সোমবার। ট্রেনের মধ্যে ৮৬৫ টি আসন ব্যবস্থা রয়েছে। চলুন সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেখে নেই।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
খুলনা রেলওয়ে স্টেশন টু চিলাহাটি রেলওয়ে স্টেশন রুটে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন হল এই সীমান্ত এক্সপ্রেস। এটি খুলনা থেকে রাত ৯টা ১৫ মিনিটে রওনা শুরু করে এবং চিলাহাটি গিয়ে পৌঁছায় সকাল ৬টা ২০ মিনিটে। এবং চিলাহাটি থেকে রওনা শুরু করে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং খুলনা গিয়ে পৌঁছায় ভোর ৪টা ১০ মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকে সোমবার। নিচের টেবিলে ট্রেনটির সময়সূচি গুলো সাজিয়ে দেওয়া হয়েছে।
ট্রেন নাম্বার | যাত্রা শুরু স্থান | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|---|---|
৭৪৮ | চিলাহাটি | সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে | খুলনা | ভোর ৪টা ১০ মিনিটে | সোমবার |
, ৭৪৭ | খুলনা | রাত ৯টা ১৫ মিনিটে | চিলাহাটি | সকাল ৬টা ২০ মিনিটে | সোমবার |
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিতে ভাড়ার পরিমাণ তুলনামূলক একটু কম। এছাড়াও প্রায় সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনি চাইলে অনলাইন থেকেও সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। নিচের টেবিলে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা গুলো তুলে ধরা হলো।
আসন বিভাগ | ১৫% ভ্যাট সহ টিকিটের মূল্য |
---|---|
শোভন চেয়ার | 170TK |
এসি সিট | 564TK |
এসি বার্থ | 823TK |
স্নিগ্ধা | 966TK |
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশন
খুলনা টু চিলাহাটি এবং চিলাহাটি টু খুলনা রুটে চলাচলের সময় ট্রেনগুলোকে বিভিন্ন রেলওয়ে স্টেশনে থামতে হয়। তাই এই রুটে চলাচল করার জন্য যেসব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিতে হয় সেগুলোর তালিকা এবং ট্রেনগুলো কখন কোন রেলওয়ে স্টেশনে পৌঁছায় সেই বিষয়ের তালিকা নিচের টেবিলে প্রকাশ করা হলো। আপনারা টেবিলটিকে ফলো করলে দেখতে পারবেন কোন রেলওয়ে স্টেশনে কখন পৌঁছায় এবং কখন যাত্রা বিরতি দেয়।
খুলনা টু চিলাহাটি ট্রেনের যাত্রা বিরতি
যাত্রাবিরতি স্টেশনের নাম | সময় |
---|---|
খুলনা | রাত ৯টা ১৫ মিনিটে |
দৌলতপুর | রাত ৯টা ২৫ মিনিটে |
নওয়াপাড়া | রাত ৯টা ৪৯ মিনিটে |
যশোর | রাত ১০টা ২০ মিনিটে |
কোটচাঁদপুর | রাত ১০টা ৫৯ মিনিটে |
দর্শনা | রাত ১১টা ২৬ মিনিটে |
চুয়াডাঙ্গা | রাত ১১ টা ৫৩ মিনিটে |
পোড়াদহ | রাত ১২ টা ৩১ মিনিটে |
ভেড়ামারা | রাত ১২ টা ৫২ মিনিটে |
ঈশ্বরদী | রাত ১টা ২০ মিনিটে |
নাটোর | রাত ১ টা ৫৫ মিনিটে |
সান্তাহার | রাত ২টা ৫০ মিনিটে |
আক্কেলপুর | রাত ৩টা ১৫ মিনিটে |
জয়পুরহাট | রাত ৩টা ৩১ মিনিটে |
বিরামপুর | রাত ৪টা ৩ মিনিটে |
ফুলবাড়ি | রাত ৪টা ১৭ মিনিটে |
পার্বতীপুর | রাত ৪টা ৪৫ মিনিটে |
সৈয়দপুর | সকাল ৫টা ১৫ মিনিটে |
নীলফামারী | সকাল ৫টা ৩৭ মিনিটে |
ডোমার | সকাল ৫টা ৫৩ মিনিটে |
চিলাহাটি | সকাল ৬টা ২০ মিনিটে |
চিলাহাটি টু খুলনা ট্রেনের যাত্রা বিরতি
যাত্রা বিরতির স্টেশনের নাম | সময় |
---|---|
চিলাহাটি | সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে |
ডোমার | সন্ধ্যা ৭টা ২ মিনিটে |
নীলফামারী | সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে |
সৈয়দপুর | সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে |
পার্বতীপুর | রাত ৮টা ১০ মিনিট |
ফুলবাড়ি | রাত ৮টা ৪৮ মিনিট |
বিরামপুর | রাত ৯টা ২ মিনিট |
জয়পুরহাট | রাত ৯টা ৩৫ মিনিট |
আক্কেলপুর | রাত ৯টা ৫৩ মিনিট |
শান্তাহার | রাত ১০টা ১৫ মিনিট |
নাটোর | রাত ১১টায় |
ঈশ্বরদী | রাত ১১টা ৪৫ মিনিট |
ভেড়ামারা | রাত ১২টা ২৬ মিনিট |
পোড়াদহ | রাত ১২টা ৪৭ মিনিট |
চুয়াডাঙ্গা | রাত ১টা ২১ মিনিট |
দর্শনা | রাত ১টা ৪৩ মিনিট |
কোটচাঁদপুর | রাত ২টা ১০ মিনিট |
যশোর | রাত ২টা ৫১ মিনিট |
নোয়াপাড়া | রাত ৩টা ২৩ মিনিট |
দৌলতপুর | রাত ৩টা ৫০ মিনিট |
খুলনা | ভোর ৪টা ১০ মিনিটে |