মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে মোহনগঞ্জ রুটে চলাচল করেন। এটি একটি আন্তঃনগর ট্রেন। ঢাকা থেকে মোহনগঞ্জ এর দূরত্ব প্রায় ১৩০ মাইল বা ২১০ কিলোমিটার। এই পথটি পাড়ি দিতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ৬ ঘন্টা সময় লাগে। আপনারা যদি ঢাকা টু মোহনগঞ্জ অথবা মোহনগঞ্জ টু ঢাকা রুটে চলাচল করেন। তাহলে আজকের আর্টিকেলটি আপনাদের জন্য। আজকে আমরা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব।
মোহনগঞ্জ এক্সপ্রেস
Mohanganj Express ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দ্বারা গঠিত এবং পরিচালিত করা হয়। এই ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহে ছয় দিন মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মোহনগঞ্জ থেকেও সপ্তাহের ছয় দিন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটিতে প্রায় সব রকমের সুযোগ সুবিধা রয়েছে যেমন
- আসন বিন্যাস
- ঘুমানোর ব্যবস্থা
- খাদ্য সুবিধা
- মালপত্রের সুবিধা
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের ৫২ তম সময়সূচি অনুযায়ী তৈরি করা হয়েছে। যা ২০২০ সালের ১০ই জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
Mohanganj Express ট্রেনটি ৭৮৯/৭৯০ নাম্বার নামে পরিচিত। ট্রেনটি সপ্তাহে ছয় দিন ঢাকা টু মোহনগঞ্জ রুটে চলাচল করে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি র সোমবার। ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এবং মোহনগঞ্জ পৌঁছায় সন্ধ্যা ৭টায়। একই দিনে মোহনগঞ্জ থেকে রাত ১১ টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা পৌছায় ভোর ৫টায়। নিচে টেবিলের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো।
ট্রেনের নাম্বার | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|---|---|
৭৯০ | মোহনগঞ্জ | রাত এগারোটা | ঢাকা কমলাপুর | সকাল পাঁচটায় | সোমবার |
৭৮৯ | ঢাকা কমলাপুর | দুপুর ১ঃ১৫ মিনিট | মোহনগঞ্জ | সন্ধ্যা সাতটায় | সোমবার |
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
যেহেতু ট্রেনটি একটি এক্সপ্রেস ট্রেন তাই এতে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তাছাড়াও ট্রেনটিতে কোন ধরনের সিট রয়েছে সেটি নিচে টেবিলে দেখিয়ে দেওয়া হলো। পাশাপাশি ভ্যাটসহ টিকিট মূল্য দেওয়া হয়েছে।
আসন বিভাগ | ১৫% ভ্যাট সহ টিকিট মূল্য |
---|---|
এসি বার্থ | ৪৯০ টাকা |
প্রথম শ্রেণীর সিট | ৪২৬ টাকা |
শোভন চিয়ার | ২২০ টাকা |
শোভন | ১৮৫ টাকা |
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি
ঢাকা টু মোহনগঞ্জ অথবা মোহনগঞ্জ টু ঢাকা যাত্রা পথে ট্রেনটি কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয় সেটির একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো।
বিরতি স্টেশনের নাম | ঢাকা থেকে (৭৮৯) | মোহনগঞ্জ থেকে (৭৯০) |
---|---|---|
বিমানবন্দর রেলওয়ে স্টেশন | ১৪ঃ৪৭ | ০৪ঃ২০ |
গফরগা রেলওয়ে স্টেশন | ১৬ঃ১৭ | ০২ঃ৫২ |
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন | ১৭ঃ০৫ | ০১ঃ৪৫ |
গৌরীপুর জংশন | —– | —— |
শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন | ১৮ঃ২০ | ০০ঃ৪৫ |
নেত্রকোনা রেলওয়ে স্টেশন | ১৮ঃ৫০ | ০০ঃ১০ |
ঠাকুরাকোণা রেলওয়ে স্টেশন | ১৯ঃ২০ | ২৩ঃ৪০ |
বারহাট্টা রেলওয়ে স্টেশন | ১৯ঃ৩৭ | ২৩ঃ২০ |
ট্রেনের সময়সূচী সম্পর্কিত আরো কিছু আর্টিকেল