বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী | Benapole Express

বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি একটি বিলাসবহুল ও অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন। এটি ঢাকা টু বেনাপোল রুটে সপ্তাহে ছয় দিন চলাচল করে। আজকের আর্টিকেলে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা এবং স্টেশন বিরতি নিয়ে আলোচনা করব। চলুন বিস্তারিত দেখে নেই।

বেনাপোল এক্সপ্রেস

Benapole Express (ট্রেন নং-৭৯৫/৭৯৬) ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন টু বেনাপোল রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল কারি একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটির বর্তমান পরিচালক বাংলাদেশ রেলওয়ে। সপ্তাহে ছয় দিন এই ট্রেনটি ঢাকা টু বেনাপোল রুটে চলাচল করে। যাত্রাপথে ট্রেনটিতে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। ২০২৯ সালের ১৭ জুলাই ট্রেনটি প্রথম পরিসেবা প্রদান করে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

৭৯৫ নাম্বার ট্রেনটি বেনাপোল থেকে দুপুর ১টায় যাত্রা শুরু করে এবং কমলাপুর গিয়ে পৌঁছায় রাত ৮টা ৪৫ মিনিটে এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি বুধবার। পরবর্তীতে ৭৯৬ নম্বর ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত ১১টা ৪৫ মিনিটে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং বেনাপোল গিয়ে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। সাপ্তাহিক ছুটি বুধবার। নিচের টেবিলে সময়সূচী দেওয়া হলো।

ট্রেন নং স্টেশনের নাম যাত্রা শুরুর সময় পৌঁছানোর সময় ছুটির দিন
৭৯৫ বেনাপোল টু কমলাপুর দুপুর ১টায় রাত ৮টা ৪৫ মিনিটে বুধবার
৭৯৬ কমলাপুর টু বেনাপোল রাত ১১টা ৪৫ মিনিটে সকাল ৭টা ২০ মিনিটে বুধবার

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ভাড়া

এই ট্রেনটিতে প্রায় সব ধরনের আসন বিভাগ রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন আসন বিভাগ সিলেক্ট করতে পারেন। এখানে শোভন চেয়ার, স্নিগ্ধা ও এসি বার্থ সিটের ভাড়া দেওয়া হয়েছে।

আসন বিভাগ টিকিটের মূল্য
শোভন চেয়ার ৪৮০ টাকা
স্নিগ্ধা ৯২০ টাকা
এসি বার্থ ১৬৫৬ টাকা

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি

ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রা পথে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যে সকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে এবং যাত্রা বিরতি দিয়ে থাকে সেই স্টেশনগুলোর তালিকা। নিচের টেবিলে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কখন কোন স্টেশনে পৌঁছায় সেই সময় উল্লেখ করে দেওয়া হয়েছে:

স্টেশন বিরতি ঢাকা থেকে বেনাপোল থেকে
ঢাকা কমলাপুর 11:45 PM 08:45 PM
ভাঙ্গা 12:52 AM 07:15 PM
ফরিদপুর 01:35 AM 06:42 PM
রাজবাড়ি 02:10 AM 06:00 PM
খোকসা 02:58 AM 05:21 PM
কুষ্টিয়া কোর্ট 03:22 AM 04:56 PM
পোড়াদহ 03:45 AM 04:40 PM
চুয়াডাঙ্গা 04:19 AM 03:56 PM
দর্শনা হল্ট 04:44 AM 03:34 PM
কোর্ট চাঁদপুর 05:12 AM 03:08 PM
মোবারকগঞ্জ 05:26 AM 02:55 PM
যশোর 06:00 AM 01:55 PM
ঝিকরগাছা 06:39 AM 01:30 PM
বেনাপোল 07:20 AM 01:00 PM

FAQ | প্রশ্ন সমূহ

বেনাপোল এক্সপ্রেস অনলাইন টিকিট

বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা মোবাইল সেবা অ্যাপের মাধ্যমে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকিট ক্রয় করতে পারবেন।

বেনাপোল এক্সপ্রেস বন্ধের দিন

প্রতি সপ্তাহের বুধবার বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *