বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
রাজশাহী থেকে চিলাহাটি রুটে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন হলো বরেন্দ্র এক্সপ্রেস।এখানে আমরা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ যে সকল রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে সেগুলো তালিকা আকারে প্রকাশ করব। বিস্তারিত দেখুন।
বরেন্দ্র এক্সপ্রেস
রাজশাহী টু চিলাহাটি রুটে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন হল বরেন্দ্র এক্সপ্রেস (ট্রেন নং-৭৩১/৭৩২)। ট্রেনটি সপ্তাহে ছয় দিন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিকাল তিনটায় যাত্রা শুরু করে এবং চিলাহাটি গিয়ে পৌঁছায় রাত 9 টা 25 মিনিটে। এবং ৭৩২ নম্বর ট্রেনটি চিলাহাটি থেকে সকাল ৫ঃ৫০ মিনিটে রওনা শুরু করে এবং রাজশাহী গিয়ে পৌঁছায় দুপুর ১২ টা ২০ মিনিটে। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটি রবিবার। এই ট্রেনের যাত্রা পথে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। বাংলাদেশ রেলওয়ের ৫২ তম সময়সূচী অনুযায়ী ২০২০ সালের ১০ই জানুয়ারি কার্যকর হয়।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ৭৩১ নম্বর ট্রেনটি বিকাল ৩ টায় রাজশাহী থেকে যাত্রা শুরু করে এবং চিলাহাটি গিয়ে পৌঁছায় রাত ৯টা ২৫ মিনিটে। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি রবিবার। এছাড়াও ৭৩২ নাম্বার যেই ট্রেনটি ছিলাহাটি থেকে যাত্রা শুরু করে তা সকাল ৫ টা ৫০ মিনিটে রওনা হয়। এবং রাজশাহী গিয়ে পৌঁছায় দুপুর ১২টা ২০ মিনিটে এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি রবিবার।
ট্রেন নং | ছাড়ার সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|
৭৩১ | রাজশাহী থেকে বিকেল 3:00 PM | চিলাহাটি পৌঁছায় রাত 9:25 PM | রবিবার |
৭৩২ | চিলাহাটি থেকে সকাল 5:50 AM | রাজশাহী পৌঁছায় দুপুর 12:20 PM | রবিবার |
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ভাড়া
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে যেগুলো আসন বিভাগ রয়েছে তা হলো শোভন চেয়ার ৪৯৫ টাকা, স্নিগ্ধা ৯৪৯ টাকা, এসি সিট ১১৩৩ টাকা, এবং এসি বার্থ ১৭০২ টাকা।
আসন বিভাগ | টিকিটের মূল্য |
---|---|
শোভন চেয়ার | 495 TK |
স্নিগ্ধা | 949 TK |
এসি সিট | 1133 TK |
এসি বার্থ | 1702 TK |
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্টপেজ
যাত্রাপথে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি যে সকল রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে।
- আব্দুলপুর জংশন
- নাটোর
- আহসানগঞ্জ
- সান্তাহার জংশন
- আক্কেলপুর
- জয়পুরহাট
- পাঁচবিবি
- হিলি (শুধুমাত্র ৭৩২ নাম্বার ট্রেনের জন্য)
- বিরামপুর
- ফুলবাড়ি
- পার্বতীপুর জংশন
- সৈয়দপুর
- নীলফামারী
- ডোমার