পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪
ঢাকা টু পঞ্চগড় রুটে চলাচলকারী এবং সবার পছন্দের একটি ট্রেন হল পঞ্চগড় এক্সপ্রেস। অনেক মানুষ এই ট্রেনের সময়সূচি খুঁজছেন। আজকের আর্টিকেলে আমরা এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা এবং যাত্রা বিরতি সবকিছুই লিখে দিয়েছি। আপনারা আমার এই আর্টিকেলটি পড়ে শেষ করলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। চলুন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বিস্তারিত জানি।
পঞ্চগড় এক্সপ্রেস
২০১৯ সালের ২৫শে মে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত হয়ে থাকে। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রতিদিনই চলাচল করে। ট্রেনটি ৭৯৩ এবং ৭৯৪ নাম্বারে পরিচিত। ট্রেনে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে ঘুমানোর ব্যবস্থা, খাদ্য সুবিধা, আসন বিন্যাস, এসি কেবিন, এসি চেয়ার, ও শোভন চেয়ার সবকিছুই রয়েছে।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
৭৯৩ নাম্বার ট্রেন টি ঢাকা থেকে যাত্রা শুরু করে রাত ১০ টা ৪৫ মিনিটে এবং পঞ্চগড় গিয়ে পৌঁছায় সকাল ৮ টা ৫০ মিনিটে। পাশাপাশি ৭৯৪ নাম্বার ট্রেনটি পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে দুপুর ১২টা ৩০ মিনিটে এবং ঢাকা গিয়ে পৌঁছায় রাত ৯টা ৫৫ মিনিটে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির কোন সাপ্তাহিক ছুটি নেই। এই ট্রেনটি প্রতিদিনই এই রুটে চলাচল করে। নিচের টেবিলে ট্রেনটির সময়সূচী সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো।
ট্রেন নাম্বার | স্টেশনের নাম | যাত্রা শুরুর সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
৭৯৩ | ঢাকা টু পঞ্চগড় | ঢাকা থেকে শুরু রাত ১০ টা ৪৫ মিনিটে | পঞ্চগড় পৌঁছায় সকাল ৮ টা ৫০ মিনিটে | নাই |
৭৯৪ | পঞ্চগড় টু ঢাকা | দুপুর ১২টা ৩০ মিনিটে | রাত ৯টা ৫৫ মিনিটে | নাই |
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
এই ট্রেনটির টিকেট মূল্য কিছুটা কম হওয়াতে সবাই এই ট্রেনে ভ্রমণ করতে চায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিতে যে সকল আসন ব্যবস্থা রয়েছে সেগুলো হল প্রথম সিট, এসি বার্থ, এসি সিট ও শোভন চেয়ার এই আসন গুলোর টিকেট মূল্য আমি নিচের টেবিলে সাজিয়ে রেখেছে।
আসন বিভাগ | ১৫% ভ্যাটসহ টিকিটের মূল্য |
---|---|
প্রথম সিট | ১০৩৫ টাকা |
এসি বার্থ | ১৮৯২ টাকা |
এসি সিট | ১২৬০ টাকা |
শোভন চেয়ার | ৫৫০ টাকা |
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি
ঢাকা টু পঞ্চগড় যেসব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে সেগুলোর তালিকা এবং সময় কখন কোন স্টেশনে ট্রেনটি পৌঁছায় সেই বিষয়টি নিচের টেবিলে তুলে ধরা হয়েছে। আপনারা টেবিলটি দেখলে বুঝতে পারবেন ঢাকা থেকে পঞ্চগড় যাত্রা পথে যেসব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয় এবং সেই রেলওয়ে স্টেশনে কখন পৌঁছায় এছাড়াও পঞ্চগড় টু ঢাকা রেলওয়ে স্টেশনের যাত্রা বিরতির তালিকা প্রকাশ করা হয়েছে।
ঢাকা টু পঞ্চগড় ট্রেনের যাত্রাবিরতি
ঢাকা থেকে বিরতি স্টেশনের নাম | সময় |
---|---|
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন | রাত ১০ টা ৪৫ মিনিটে |
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন | রাত ১১টা ১২ মিনিটে |
সান্তাহার রেলওয়ে স্টেশন | ভোর ৪টা ১০ মিনিটে |
পার্বতীপুর রেলওয়ে স্টেশন | সকাল ৫টা ৫০ মিনিটে |
দিনাজপুর রেলওয়ে স্টেশন | সকাল ৬টা ৩২ মিনিটে |
পীরগঞ্জ রেলওয়ে স্টেশন | সকাল ৭টা ২১ মিনিটে |
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন | সকাল ৭টা ৪৭ মিনিটে |
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়) | সকাল ৮ টা ৫০ মিনিটে |
পঞ্চগড় টু ঢাকা ট্রেনের যাত্রা বিরতি
পঞ্চগড় থেকে বিরতি স্টেশনের নাম | সময় |
---|---|
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়) | দুপুর ১২টা ৩০ মিনিটে |
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন | দুপুর ১টা ৭ মিনিট |
পীরগঞ্জ রেলওয়ে স্টেশন | দুপুর ১টা ৩৩ মিনিট |
দিনাজপুর রেলওয়ে স্টেশন | দুপুর ২টা ২০ মিনিট |
পার্বতীপুর রেলওয়ে স্টেশন | বিকাল ৩টা ১৫ মিনিট |
সান্তাহার রেলওয়ে স্টেশন | বিকাল ৫টা ৫ মিনিট |
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন | রাত ৯টা ২৫ মিনিট |
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন | রাত ৯টা ৫৫ মিনিটে |