তিতাস ট্রেনের সময়সূচি ২০২৪ । Titus Train Schedule
বাংলাদেশ রেলওয়ের পরিচালিত একটি কমিউটার ট্রেন হলো তিতাস এক্সপ্রেস। ট্রেনটি আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। তিতাস ট্রেনটি অনেকেরই খুবই পছন্দের। বেশিরভাগ মানুষ এই ট্রেনে চলাচল করতে খুবই পছন্দ করে। তাই অনেকেই আছেন যারা তিতাস ট্রেনের সময়সূচী জানতে চান আজকের আর্টিকেলে আমরা এই কমিউটার ট্রেনটির সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানাবো।
তিতাস কমিউটার
Titus Commuter নামের চারটি ট্রেন রয়েছে ট্রেনগুলোর নাম্বার হলো ৩৩-৩৪-৩৫-৩৬ ট্রেনগুলোর কোন সাপ্তাহিক ছুটি নেই। এবং যাত্রা পথে সময় ব্যয় করে ৩ ঘন্টা ২৫ মিনিট। ফ্রেন্ডে ঢাকা কমলাপুর থেকে রওনা হয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছায়। ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত ট্রেনটির টিকেট ভাড়া হলো ৭০ টাকা।
তিতাস ট্রেনের সময়সূচি
Titus Commuter ট্রেনটি ঢাকা টু আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা এই রুটে চলাচল করে ট্রেনটির কোন সাপ্তাহিক ছুটি নেই। আখাউড়া থেকে ভোর ৫টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ঢাকা পৌঁছায় সকাল ৮টা ৪৫ মিনিটে। ঠিক একই দিনে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছাড়ে সকাল ৯টা ৪৫ মিনিটে এবং পৌঁছায় ১২টা ২৫ মিনিটে। ব্রাহ্মণবাড়িয়া থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে রওনা করে এবং ঢাকা গিয়ে পৌঁছায় বিকাল ৩ঃ২০ মিনিটে। এবং ঢাকা থেকে সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আখাউড়া গিয়ে পৌঁছায় রাত 9:30 মিনিটে। আপনারা হয়তো এখানে ভালোভাবে বুঝতে পারবেন না তাই আপনাদেরকে টেবিলের মাধ্যমে সাজিয়ে দেখানো হয়েছে।
ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম/নাম্বার | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | ছুটির দিন |
---|---|---|---|---|---|
তিতাস কমিউটার (৩৩) | আখাউড়া | ভোর ৫টা ১০ মিনিট | ঢাকা | সকাল ৮টা ৪৫ মিনিট | নাই |
তিতাস কমিউটার (৩৬) | ঢাকা | সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট | আখাউড়া | রাত ৯টা ৩০ মিনিট | নাই |
ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম/নাম্বার | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | ছুটির দিন |
---|---|---|---|---|---|
তিতাস কমিউটার (৩৪) | ঢাকা | সকাল ৯টা ৪৫ মিনিটে | ব্রাহ্মণবাড়িয়া | দুপুর ১২ টা ২৫ মিনিটে | নাই |
তিতাস কমিউটার (৩৫) | ব্রাহ্মণবাড়িয়া | দুপুর ১২ঃ৪৫ মিনিট | ঢাকা | বিকেল ৩ঃ২০ মিনিটে | নাই |
তিতাস কমিউটার ট্রেনের যাত্রা বিরতি
ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আখাউড়া পর্যন্ত মোট ১৮ টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে এবং ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া যাবার সময় মোট ৮টি স্টেশন যাত্রা বিরতি দিয়ে থাকে। তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা টু আখাউড়া এবং ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়ার খুবই জনপ্রিয় একটি ট্রেন এবং এই ট্রেনে যাত্রী সংখ্যা সব সময় অনেক বেশি থাকে। যেহেতু ভ্রমণ কালে ট্রেনটি অনেক জায়গায় যাত্রা বিরতি দিয়ে থাকে। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় যেসব স্টেশনে যাত্রা বিরতি দেয় তা হলঃ
ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া যাত্রা বিরতি
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে তিতাস ট্রেনটি যেসব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে তার তালিকা।
- কমলাপুর রেলওয়ে স্টেশন
- তেজগাঁও রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- টঙ্গী জংশন
- মোবাইল রেলওয়ে স্টেশন
- আড়িখোলা রেলওয়ে স্টেশন
- ঘোড়াশাল ফ্লাগ
- নরসিংদী রেলওয়ে স্টেশন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন
- খানা বাড়ি
- মেথি কান্দা
- শ্রীনিধি
- দৌলত কান্দি
- ভৈরব বাজার জংশন
- আশুগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
- পাঘাচং রেলওয়ে স্টেশন
- আখাউড়া রেলওয়ে স্টেশন
ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা যাত্রা বিরতি
ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা যাত্রাপথে যেসব রেলওয়ে স্টেশনে তিতাস ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে থাকে তার তালিকা।
- ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
- আশুগঞ্জ রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশন
- মেথি কান্দা রেলওয়ে স্টেশন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন
- নরসিংদী রেলওয়ে স্টেশন
- টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন