ঢাকা টু মোহনগঞ্জ ট্রেনের সময়সূচী
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস এবং হাওর এক্সপ্রেস ঢাকা টু মোহনগঞ্জ রুটে চলাচল করে। আপনি কি ঢাকা টু মোহনগঞ্জ অথবা মোহনগঞ্জ টু ঢাকা রুটে ট্রেন ভ্রমণ করতে চান। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আমরা আজকের আর্টিকেলে ঢাকা টু মোহনগঞ্জ ট্রেনের সময়সূচী নিয়ে আলোচনা করব চলুন জেনে নেই বিস্তারিত।
ঢাকা টু মোহনগঞ্জ ট্রেনের সময়সূচী
আমরা ইতিমধ্যে জেনেছি যে ঢাকা থেকে দুটি ট্রেন মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি হলো হাওর এক্সপ্রেস এবং অপরটি হল মোহনগঞ্জ এক্সপ্রেস। এখন আমরা এই ট্রেনটি সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই দুটি ট্রেন ঢাকা থেকে কখন মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এবং কখন গিয়ে পৌঁছায় সেই সম্পর্কে বিস্তারিত জানবো।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস এটি ২০১৬ সালের প্রথম চালু হয় কমলাপুর থেকে শুরু হয় মোহনগঞ্জ স্টেশন পর্যন্ত শেষ করে। ঢাকা কমলাপুর থেকে ২১০ কিলোমিটার পথ পাড়ি দেয় ৬ ঘন্টায়।
ট্রেনের নাম্বার | যাত্রা শুরুর স্থান | ট্রেন চালু হবে | গন্তব্য | ট্রেনের গন্তব্যে পৌছাবে | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|---|---|
৭৯০ | মোহনগঞ্জ | রাত ১১টায় | কমলাপুর | ভোর ৫টায় | সোমবার |
৭৮৯ | কমলাপুর | দুপুর ১টা ১৫ মিনিট | মোহনগঞ্জ | সন্ধ্যা ৭টায় | সোমবার |
হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
হাউর এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের অধীনে টাকা থেকে মোহনগঞ্জ স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত হচ্ছে। তবে এই ট্রেনটির বর্তমান পরিচালক হচ্ছে পূর্বাচল রেলওয়ে। ঢাকা থেকে মোহনগঞ্জ স্টেশনে যেতে ২১০ কিলোমিটার পথ এবং এগারটি স্টেশন পাড়ি দিতে হয়। এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে।
ট্রেনের নাম্বার | যাত্রা শুরুর স্থান | ট্রেন চালু হবে | গন্তব্য | ট্রেনের গন্তব্যে পৌছাবে | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|---|---|
৭৭৭ | কমলাপুর | রাত ১০টা ১৫ মিনিট | মোহনগঞ্জ | ভোর ৪টা ৪০ মিনিটে | বুধবার |
৭৭৮ | মোহনগঞ্জ | সকাল আটটায় | কমলাপুর | রাত ১টা ৫০ মিনিটে | বৃহস্পতিবার |
শেষ কথা
আজকের আর্টিকেল বাংলাদেশের জনপ্রিয় দুটি আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস এবং হাওর এক্সপ্রেস। যেটি ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সেই ট্রেন দুটি নিয়ে আলোচনা করেছি। ঢাকা টু মোহনগঞ্জ ট্রেনের সময়সূচী নিয়ে কারো কোন মন্তব্য থাকলে কমেন্টে জানান। আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।