ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী ২০২৪

আপনি কি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ভ্রমণ করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি থেকে ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী জানুন। ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া দৈনিক ট্রেন চলাচল করে যেগুলোর মধ্যে আন্তঃনগর ট্রেন এবং মেইল ট্রেন দুটোই চলাচল করে। ট্রেন গুলোর সময়সূচী ভাড়ার তালিকা নিচের টেবিলের মাধ্যমে সাজিয়ে রাখা হলো।

ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের সময়সূচী

অনেকগুলো ট্রেন ঢাকা থেকে বি বাড়িয়া রুটে চলাচল করে নিচের টেবিল থেকে আপনারা ট্রেনগুলোর সময়সূচী দেখতে পারবেন।

ট্রেন নাম্বার ট্রেনের নাম ঢাকা থেকে যাত্রা শুরুর সময় বি. বাড়িয়া পৌঁছানোর সময় ছুটির দিন
৭০৪ মহানগর প্রভাতী/গোধূলি এক্সপ্রেস সকাল ৭টা ৪৫ মিনিটে সকাল ৯টা ৪০ মিনিটে নাই
৭০৯ পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে সকাল ৮টা ১৬ মিনিটে মঙ্গলবার
৭১২ উপকূল এক্সপ্রেস বিকাল ৩টা ২০ মিনিটে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে মঙ্গলবার
৭১৭ জয়ন্তিকা এক্সপ্রেস সকাল ১১টা ১৫ মিনিটে দুপুর ১টা ১৫ মিনিটে নাই
৭২২ মহানগর এক্সপ্রেস রাত ৯টা ২০ মিনিটে রাত ০১টা ৩৩ মিনিটে রবিবার
৭৪২ তূর্ণা এক্সপ্রেস রাত ১১টা ৩০ মিনিটে রাত ১টা ৪০ মিনিটে নাই
৮০২ চট্টলা এক্সপ্রেস দুপুর ১ঃ০০ টায় বিকাল ০৩টা ২০ মিনিটে মঙ্গলবার
০৪ কর্ণফুলী এক্সপ্রেস সকাল ৮টা ৪৫ মিনিটে দুপুর ১২টা ১৪ মিনিটে নাই
১২ নোয়াখালী এক্সপ্রেস রাত ০৭টা ১৫ মিনিটে রাত ১১টায় নাই
চট্টগ্রাম মেইল রাত ১১টা ৪৫ মিনিটে রাত ১ টায় নাই
৩৪ তিতাস কমিউটার সকাল ৯টা ৪৫ মিনিটে দুপুর ১২টা ২৫ মিনিটে নাই
৩৫ তিতাস কমিউটার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রাত ৮টা ৫০ মিনিটে নাই

ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের টিকেট মুল্য

ট্রেনের ভাড়া সব সময়ই তুলনামূলকভাবে অনেক কম থাকে। তাই আপনারা আপনাদের সুবিধা মতন ট্রেনের টিকিট মূল্য দেখে টিকিট ক্রয় করুন। নিচের টেবিলে ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ভাড়া দেওয়া হয়েছে।

Seat Section Ticket Price + 15%VAT
শোভন/Beautify 120TK/১২০ টাকা
শোভন চেয়ার/Beautify Chair 145TK/১৪৫ টাকা
এসি সিট/ AC Seat 328TK/৩২৮ টাকা
এসি কেবিন/AC Cabin 489TK/৪৮৯ টাকা
প্রথম শ্রেণীর কেবিন/ 1st Class Cabin 285TK/২৮৫ টাকা
প্রথম শ্রেণীর চেয়ার/ 1st Class Chair 190TK/১৯০ টাকা
স্নিগ্ধা/ Singdha 276TK/২৭৬ টাকা
সুলভ/Sulov 75TK/৭৫ টাকা
কমিউটার/Commuter 60TK/৬০ টাকা
দ্বিতীয় শ্রেণী মেইল/ 2nd class mail 50TK/৫০ টাকা
দ্বিতীয় শ্রেণী সাধারণ/ 2nd class General 40TK/৪০ টাকা

FAQ/ প্রশ্নসমূহ

ঢাকা টু বি বাড়িয়া রেল পথের দূরত্ব কত কিলোমিটার?

রেলপথে প্রায় ১০১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়।

ঢাকা টু বি বাড়িয়া ট্রেনে যেতে কত সময় লাগে?

প্রায় ২ ঘন্টা ২০ মিনিট সময় লাগে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *