ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ২০২৪
ভ্রমণ সবার জন্য আনন্দদায়ক। ট্রেন ভ্রমণ সবাই কমবেশি পছন্দ করে। আপনি যদি ঢাকার টু জামালপুর রেল রুটে চলাচল করেন তাহলে আপনার জন্যই আজকের আর্টিকেল। এখানে আমরা ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী টিকিট মূল্য ও ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত লিখেছি। আশা করি এই টেবিলটি ফলো করলে আপনাদেরকে Dhaka To Jamalpur ট্রেনের সময়সূচী নিয়ে আর কোন ঝামেলায় পড়তে হবে না।
ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী
মূলত ঢাকা টু জামালপুর আন্তঃনগর এবং মেইল ট্রেন দুটি চলাচল করে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোন একটি ট্রেনে ভ্রমণ করতে পারেন। তবে আন্তঃনগর ট্রেনের সুযোগ সুবিধা মেইল ট্রেনের তুলনায় কিছুটা ভালো। আন্তঃনগর ট্রেনের টিকিট সব সময় পাওয়া যায় না। এজন্য আপনাকে ট্রেনের অগ্রিম টিকিট ক্রয় করতে হবে। তবে মেইল ট্রেনের টিকিট সবসময় পাওয়া যায়। নিচে দুইটি টেবিলে আমি আন্তঃনগর এবং মেইল ট্রেনের সময়সূচী দিয়ে দিয়েছি। আপনারা দেখে নিন।
ঢাকা টু জামালপুর আন্তঃনগর ট্রেনের সময়সূচী
Dhaka To Jamalpur মোট পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে. যেটি ঢাকা কমলাপুর থেকে রওনা হয় এবং জামালপুরে গিয়ে পৌঁছায়। ট্রেনগুলো হল জামালপুর এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, এবং জামালপুর এক্সপ্রেস। ট্রেনগুলোর সময়সূচী এবং ছুটির দিন গুলো নিয়ে একটি টেবিল তৈরি করা হয়েছে দেখে নিন।
ট্রেনের নাম্বার | ট্রেনের নাম | ছুটির দিন | ঢাকা থেকে যাত্রা শুরুর সময় | জামালপুর পৌছানোর সময় |
---|---|---|---|---|
৭৯৯ | জামালপুর এক্সপ্রেস | রবিবার | সকাল ১০টা ৩০ মিনিট | বিকাল ৪টা ৫ মিনিট |
৭০৭ | তিস্তা এক্সপ্রেস | সোমবার | সকাল ৭টা ৩০ মিনিট | সকাল ১০টা ২০ মিনিট |
৭৩৫ | অগ্নিবীণা এক্সপ্রেস | নাই | সকাল ১১ টায় | বিকেল ৩টায় |
৭৪৫ | যমুনা এক্সপ্রেস | নাই | বিকাল ৪টা ৪৫ মিনিট | রাত ৯টা ২০ মিনিট |
৭৪৩ | ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস | নাই | সন্ধ্যা ৬টা ১৫ মিনিট | রাত ১০টা ৪৫ মিনিট |
ঢাকা থেকে জামালপুর মেইল ট্রেনের সময়সূচী
মোট তিনটি মেইল ট্রেন চলাচল করে যেমন ভাওয়াল এক্সপ্রেস, জামালপুর কমিউটার, ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সময়সূচী এবং ছুটির দিন নিচের টেবিলে দেওয়া হল।
ট্রেনের নাম্বার | ট্রেনের নাম | ছুটির দিন | ঢাকা থেকে যাত্রা শুরুর সময় | জামালপুর পৌছানোর সময় |
---|---|---|---|---|
৫৫ | ভাওয়াল এক্সপ্রেস | নাই | রাত ৯টা ২০ মিনিট | রাত ৩টা ৩২ মিনিট |
৫১ | জামালপুর কমিউটার | নাই | বিকাল ৩টা ৪০ মিনিট | রাত ৮টা ৪৮ মিনিট |
৪৭ | দেওয়ানগঞ্জ কমিউটার | নাই | সকাল ৫টা ৪০ মিনিট | সকাল ১০টা ২২ মিনিট |
ঢাকা টু জামালপুর ট্রেনের টিকিট মূল্য
আসন বিভাগ | টিকিটের মূল্য |
---|---|
এসি সিট | ৫০৬ টাকা |
শোভন | ১৮৫ টাকা |
শোভন চেয়ার | 220 টাকা |
স্নিগ্ধা | ৪২০ টাকা |
প্রথম সিট | ২৯৫ টাকা |
প্রথম বার্থ | ৪৪০ টাকা |