জামালপুর ট্রেনের সময়সূচী ২০২৪
আপনারা অনেকেই আছেন যারা জামালপুরের বাসিন্দা, অথবা জামালপুর থেকে ট্রেনের মাধ্যমে ভ্রমণ করে থাকেন। কিন্তু একটা বিষয় নিয়ে সবাই মোটামুটি চিন্তিত থাকেন তা হল জামালপুর ট্রেনের সময়সূচী, এছাড়াও জামালপুর থেকে ট্রেনগুলো কোন কোন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। মূলত জামালপুর থেকে যে ট্রেনগুলো শুরু হয় তার শেষ গন্তব্য হয় ঢাকা কমলাপুর পর্যন্ত। এখন ঢাকা কমলাপুর যাওয়ার সময় কোন কোন রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয় এবং সেই রেল স্টেশনে কখন পৌঁছায় সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব।
জামালপুর ট্রেনের সময়সূচী
মোট দুই ধরনের ট্রেন জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং পথে কোন রেল স্টেশনে যাত্রা বিরতি দেয় সেটি এই আর্টিকেল এর মাধ্যমে তুলে ধরবো। জামালপুর থেকে যে দুই ধরনের ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেগুলো হল।
- আন্তঃনগর ট্রেন
- মেইল ট্রেন
জামালপুর থেকে আন্তঃনগর ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম | হইতে | সময় | গন্তব্য | ছুটির দিন |
---|---|---|---|---|
তিশা এক্সপ্রেস ৭০৭ | জামালপুর | সকাল ১১টা ৩৩ মিনিট | দেওয়ানগঞ্জ | সোমবার |
তিশা এক্সপ্রেস ৭০৮ | জামালপুর | বিকেল ৪টায় | ঢাকা | সোমবার |
অগ্নিবীণা এক্সপ্রেস ৭৩৫ | জামালপুর | দুপুর ১টা ৫০ মিনিট | তারাকান্দি | নাই |
অগ্নিবীণা এক্সপ্রেস ৭৩৬ | জামালপুর | বিকেল ৫টা ৫৫ মিনিট | ঢাকা | নাই |
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ৭৪৩ | জামালপুর | রাত ১০টা ৩১ মিনিট | দেওয়ানগঞ্জ | নাই |
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ৭৪৪ | জামালপুর | সকাল ৭টা ৩৫ মিনিট | ঢাকা | নাই |
যমুনা এক্সপ্রেস ৭৪৫ | জামালপুর | রাত ৯টা ৩০ মিনিট | তারাকান্দি | নাই |
যমুনা এক্সপ্রেস ৭৪৬ | জামালপুর | রাত ৩ টা ১৫ মিনিট | ঢাকা | নাই |
জামালপুর থেকে মেইল ট্রেনের সময়সূচী
ট্রেন নাম্বার | ট্রেনের নাম | হইতে | সময় | গন্তব্য | ছুটির দিন |
---|---|---|---|---|---|
৩৭ | ময়মনসিংহ এক্সপ্রেস | জামালপুর | সকাল ৬টা ৩৮ মিনিট | B.B. East | নাই |
৩৮ | ময়মনসিংহ এক্সপ্রেস | জামালপুর | ভোর ৪টা ২০ মিনিট | চট্টগ্রাম | নাই |
৪৭ | দেওয়ানগঞ্জ কমিউটার | জামালপুর | সকাল ১০টা ২২ মিনিট | দেওয়ানগঞ্জ বাজার | নাই |
৪৮ | দেওয়ানগঞ্জ কমিউটার | জামালপুর | দুপুর ২টা ৫ মিনিট | ঢাকা | নাই |
৫১ | জামালপুর কমিউটার | জামালপুর | রাত ৮টা ৪৮ মিনিট | দেওয়ানগঞ্জ বাজার | নাই |
৫২ | জামালপুর কমিউটার | জামালপুর | সকাল ৫টা ৫৭ মিনিট | ঢাকা | নাই |
৫৬ | ভাওয়াল এক্সপ্রেস | জামালপুর | রাত ৩টা ৩০ মিনিট | ঢাকা | নাই |
৫৫ | ভাওয়াল এক্সপ্রেস | জামালপুর | রাত ৩টা ২২ মিনিট | দেওয়ানগঞ্জ বাজার | নাই |
৭৫ | ধলেশ্বরী এক্সপ্রেস | জামালপুর | দুপুর ১টা ১৭ মিনিট | B.B. East | নাই |
৭৬ | ধলেশ্বরী এক্সপ্রেস | জামালপুর | রাত ৮টা ৭ মিনিট | ময়মনসিংহ | নাই |
শেষ কথা
আজকের আর্টিকেল নিয়ে আপনাদের কোন মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করুন। যেহেতু ট্রেনের সময়সূচী সব সময় পরিবর্তনশীল। সেহেতু আমাদের কোন ভুল থাকলে জানাবেন আমরা পর্যালোচনা করে সেটি সংশোধন করব। ধন্যবাদ আমাদের আর্টিকেলটি পড়ার জন্য।