একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪ | Ekota Express
একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যদিও এই ট্রেনটি পূর্বে ঢাকা টু দিনাজপুর রুটে চলাচল করতো কিন্তু পরবর্তীতে ট্রেনটি পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়। আপনি যদি একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ কোন কোন রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয় সেই সম্পর্কিত বিষয় বিস্তারিত জানতে পারবেন এই আর্টিকেলের মাধ্যমে।
একতা এক্সপ্রেস
২৪ শে জুন ১৯৮৬ সালে বাংলাদেশে আন্তঃনগর ট্রেনটি চালু করা হয়। পূর্বে ট্রেনটি ঢাকা টু দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। কিন্তু বর্তমানে স্টেশন বর্ধিত করার কারণে ঢাকা থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত যায়। ট্রেনটি যাত্রা পথে প্রায় ১৯ টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। ঢাকা থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রা পথ প্রায় ৫২৬ কিলোমিটার। একতা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক কোন ছুটি নেই। এছাড়াও ট্রেনটিতে প্রায় সব ধরনেরই সুযোগ-সুবিধা রয়েছে।
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
৭০৫ নাম্বার ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে সকাল দশটা পনের মিনিটে যাত্রা শুরু করে এবং পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় রাত ১১ টায়। এছাড়াও ৭০৬ নাম্বার ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে রাত ৯টা ১০ মিনিটে এবং ঢাকা কমলাপুর গিয়ে পৌঁছায় সকাল ৭ঃ৫০ মিনিটে যাত্রা পথে প্রায় ১৯ টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। ট্রেনটির কোন সাপ্তাহিক ছুটি নেই।
ট্রেন নাম্বার | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|---|---|
৭০৫ | ঢাকা কমলাপুর | সকাল ১০টা ১৫ মিনিটে | পঞ্চগড় বী.মু.সি.ই | রাত ০৯ টায় | নেই |
৭০৬ | পঞ্চগড় বী.মু.সি.ই | রাত ৯টা ১০ মিনিটে | ঢাকা কমলাপুর | সকাল ৭টা ৫০ মিনিটে | নেই |
একতা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করার পর একতা এক্সপ্রেস ট্রেনটি যেসব স্টেশনে যাত্রা বিরতি দেয় সেই স্টেশন গুলোর সময়সূচিসহ স্টেশনের নাম নিচের টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা যদি পঞ্চগড় ছাড়াও অন্যান্য রেলওয়ে স্টেশনে যেতে চান তাহলে নিচের সময়সূচি অনুযায়ী ভ্রমণ করতে পারবেন।
যাত্রা বিরতী স্টেশন | ঢাকা থেকে (৭০৫) | দিনাজপুর থেকে (৭০৬) |
---|---|---|
বিমানবন্দর রেলওয়ে স্টেশন | সকাল ১০টা ৩৭ মিনিট | সকাল ৭টা ২৫ মিনিট |
জয়দেবপুর রেলওয়ে স্টেশন | সকাল ১১টা ০৫ মিনিটে | সকাল ৬টা ৫০ মিনিটে |
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন | দুপুর ১২টা ০৫ মিনটে | সকাল ৫টা ৪৬ মিনিটে |
বি-বি-পূর্ব রেলওয়ে স্টেশন | দুপুর ১২টা ২৭ মিনিটে | সকাল ৫টা ২৪ মিনিটে |
শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন | দুপুর ১টা ০৪ মিনিটে | ————- |
ঈশ্বরদী রেলওয়ে স্টেশন | দুপুর ২টা ২০ মিনিটে | ————- |
নাটোর রেলওয়ে স্টেশন | বিকেল ৩টা ১০ মিনিটে | রাত ৩টা ১২ মিনিটে |
সান্তাহার রেলওয়ে স্টেশন | বিকেল ৪টায় | রাত ২টা ১০ মিনিটে |
আক্কেলপুর রেলওয়ে স্টেশন | বিকেল ৪টা ২৫ মিনিটে | রাত ১টা ৩৫ মিনিটে |
জয়পুরহাট রেলওয়ে স্টেশন | বিকেল ০৪টা ৫৩ মিনিটে | রাত ১টা ১৮ মিনিটে |
পাঁচবিবি রেলওয়ে স্টেশন | বিকেল ৫টা ০৬ মিনিট | রাত ১টা ০৬ মিনিটে |
বিরামপুর রেলওয়ে স্টেশন | বিকেল ৫টা ৩৬ মিনিট | রাত ১২টা ৪২ মিনিটে |
ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন | বিকেল ৫টা ৫০ মিনিট | রাত ১২টা ২৮ মিনিটে |
পার্বতীপুর রেলওয়ে স্টেশন | সন্ধ্যা ৬টা ১৫ মিনিট | রাত ১১টা ৫০ মিনিটে |
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন | সন্ধ্যা ৬টা ৪০ মিনিট | রাত ১১টা ২৯ মিনিটে |
দিনাজপুর রেলওয়ে স্টেশন | সন্ধ্যা ০৭টায় | রাত ১১টা ০৪ মিনিটে |
সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন | সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে | রাত ১০টা ৩২ মিনিটে |
পীরগঞ্জ রেলওয়ে স্টেশন | সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে | রাত ১০টা ১৬ মিনিটে |
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন | রাত ৮টা ১৫ মিনিটে | রাত ৯টা ৫১ মিনিটে |
রুহিয়া রেলওয়ে স্টেশন | রাত ৮টা ৩৩ মিনিটে | রাত ৯টা ৩৪ মিনিটে |
কিস্মত রেলওয়ে স্টেশন | রাত ৮টা ৪০ মিনিটে | রাত ৯টা ২৫ মিনিটে |
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
যেহেতু একতা এক্সপ্রেস ট্রেনটি একটি আন্তঃনগর ট্রেন সেহেতু এই ট্রেনটিতে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি এসি বার্থত, প্রথমবার্থ, শোভন চেয়ার ও শোভন সব ধরনেরই টিকিটের ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টিকিটের মূল্য দেখে টিকিট ক্রয় করতে পারবেন।
স্টেশনের নাম | এসি বার্থ/AC Barth | প্রথম বার্থ/ First Barth | শোভন চেয়ার | শোভন |
---|---|---|---|---|
দিনাজপুর | ১২৮৫ টাকা | ৮৫৫ টাকা | ৪৬০ টাকা | ৩৬০ টাকা |
ফুলবাড়ী | ১১৭৫ টাকা | ৭৮৫ টাকা | ৩৯৫ টাকা | ৩৩০ টাকা |
বিরামপুর | ১১৫০ টাকা | ৭৬৫ টাকা | ৩৮৫ টাকা | ৩২০ টাকা |
পাঁচবিবি | ১১৯৫ টাকা | ৭৬৫ টাকা | ৩৬৫ টাকা | ৩০৫ টাকা |
জয়পুরহাট | ১১৭০ টাকা | ৭১৫ টাকা | ৩৬০ টাকা | ৩০০ টাকা |
আক্কেলপুর | ১১৩৫ টাকা | ৬৯০ টাকা | ৩৪৫ টাকা | ২৯০ টাকা |
সান্তাহার | ৯৯০ টাকা | ৬৬০ টাকা | ৩৩০ টাকা | ২৭৫ টাকা |
বি-বি-পূর্ব | ৩৭৫ টাকা | ২৫০ টাকা | ১২৫ টাকা | ১০৫ চাকা |
টাঙ্গাইল | ৩১৫ টাকা | ২১০ টাকা | ১০৫ টাকা | ৯০ টাকা |
এই ট্রেনের টিকেট অনলাইন এর মাধ্যমে আপনি খুব সহজেই কাটতে পারবেন এছাড়াও আপনি স্টেশনে গিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন।
FAQ
ঢাকা কমলাপুর থেকে যেই ট্রেনটি রওনা হয় তার কোড হল ৭০৫ এবং পঞ্চগড় থেকে যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তার কোড হল ৭০৬
রাত ৯ টা ১০ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনার হয় এবং ঢাকা গিয়ে পৌঁছায় সকাল ৭টা ৫0 মিনিটে।
নতুন সময়সূচী অনুযায়ী ঢাকা কমলাপুর থেকে রওনা হয় সকাল ১০ঃ১৫ মিনিটে এবং পঞ্চগড় গিয়ে পৌঁছায় রাত ০৯ টায়। পঞ্চগড় থেকে রওনা শুরু করে রাত ৯ টা ১০ মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় সকাল ৭ঃ৫০ মিনিটে।